প্রয়োজন

 প্রয়োজন


আমি বদ্ধ ঘরে তোরে লুকিয়ে রাখবো
খুব যতনে খুব আদরে,
আমার যখন প্রয়োজন হবে
বের করবো আলতো কমল স্পর্শে।
পুতুলের মতো তোরে রাখবো গুছিয়ে
মনের মাধুরী দিয়ে সাজাবো তোরে,
হোক তোর ইচ্ছেতে -
না হয় জোর করে আমার ইচ্ছেতে,
তবুও তোরে ভালোবাসবো আঁকড়ে ধরে।

তুই আমার খুব প্রয়োজন,
যখন যাবে তোর প্রয়োজন ফুরিয়ে
ফেলে দিব ডাস্টবিনের ময়লার স্তুপে।
তুই আমার কাছে পুতুল স্বরূপ মূর্তি মানবী,
তোর নাই কোন অনুভূতি,
তুই শুধুই মাটির পোড়া পুতুল একখানি।

বিষন্ন বলে থাকবে না তোর কোন বাহানা,
থাকবি হেসে সারা বেলা মোর পাশে বসে।
যদি দেখি তোর চোখের কোনে জলরাশি,
বিশ্বাস কর,
আমার হতে খারাপ হবে না আর এ পৃথিবীতে।

দিন শেষে তুই যতই করিস তাল-বাহানা,
তুই আমার কাছে নিছক বাজার হতে কেনা
বিক্রিত পণ্য স্বরূপ ফুলের দানি।

© শাকিল মাহমুদ

Comments

Popular Posts