একই পথ

 একই পথ


ছায়ানীড় পথ পানে চেয়ে আছে অবাক নয়নে,
হাতে হাত রেখে, চোখে চোখ রেখে
আলতো কোমল স্পর্শের ছোঁয়ায়।
মাধবী গোধূলি লগনে ভালোবাসার টানে,
দুই তৃষ্ণাত্ব পথিক একে অপরের পানে।
একাকীত্বের বেড়াজাল ভেঙ্গে কাছে-
টেনে নিলেই হয়।
তবুও সংকোচ মনে দুজন দু দিকে।
হয়তো দুজনের গন্তব্য দিনশেষে একই পথে,
হয়তো তারা হতে পারতো দুজন দুজনের সঙ্গী,
তবুও চোখে জল নিয়ে দুজন ছুটে চললো ভিন্ন পথে।

Comments

Popular Posts