অপেক্ষা

 অপেক্ষা


কেন এ দূরত্ব আমার কাছে বিষাক্ত সাপের ছোবলের মতো।
কেন আমার সুন্দর সম্পর্ক ভেঙে আগুনে পোড়া ছাই হয়ে বাতাসে উড়ে।
কেন চোখে মুখে কান্নার জল, মুখে নাই কোন শব্দ।
কেন এই একাকী জীবন আমার কাছে মৃত্যু থেকেও
কঠিন কবর।

আমি কাঁদতে চাই চিৎকার করে,মনের সব জ্বালা
-যন্ত্রণা প্রকাশ করে।
কাঁদতে পারিনা আমি সমাজের নিছক মানুষের কথা চিন্তা করে।
একা পথে হেঁটে যাওয়া পথিক আমি, দিনশেষে একাই আমি হাঁটছি।
তবুও যদি তার দেখা কবু পাই, যদি সে আসে কখনো ফিরে।
শেষনিঃশ্বাস আমি তার নামে লিখেছি,
শেষ চাহিদা আমার তার সাথে হাতে হাত রেখে
দুজন হেঁটে যাই অচীন গহীন অরণ্যের দিকে।

Comments

Popular Posts