একটি স্বপ্ন




দীর্ঘ প্রতীক্ষার পর নতুন এক সূর্য উঠেছে,
নতুন এক সকালের প্রত্যাশায় সবাই ব্যাকুল।
অন্ধকার ভয়ার্ত রাতগুলো সবাই ভুলতে চায়,
নতুন করে বাচাঁর আশা সবার মনে।

আবার ফুল ফুটবে বাগান ঝুড়ে সারা,
মনের আনন্দে গান গাইবে মৌমাছি ভায়া।
ধানের আঁটি কাঁধে নিয়ে হাঁসবে কৃষক পাড়া।
বাঁশির সুরে ঘুম ভাঙবে বিকেল বেলার পাড়া।

মাঠে মাঠে দুষ্ট ছেলে খেলবে হা-ডু-ডু,
দুষ্ট মেয়ের দল,খেলবে কানামাছি।
উঠান জুড়ে ঘরের লক্ষী বুনবে নকশীকাঁথা।
সন্ধ্যা হলে সুরে ভাসবে-আজানের ঐ সুর,
মসজিদ পানে ছুটে যাবে বৃদ্ধ-যুবক-শিশু। 

শহর হতে আসবে বাবা,সাথে করে মজা,
সারা রাতটি কাটবে -গল্পের জাদুর ছোঁয়া।
দাদার সাথে হাটঁতে যাওয়া,
দাদির সাথে গল্প বলা।

সময়গুলো কাটবে দুষ্ট মিষ্টি খেলার ছলে,
অদ্ভুত এ স্বপ্নগুলো কেটে গেছে মিছে মায়ায়।
আবার ঘুমাতে চাই,নতুন এক স্বপ্নে হারাই।

Comments

Popular Posts