পিশাচ



রক্ত মাখা জামা হাতে পৃথিবীর শেষপ্রান্তে দাঁড়িয়ে,
লাল রক্তের বিকট গন্ধে মেখে আছে সারা শরীর।
কত মানুষের কান্নার ধ্বনি আমার কান শুনেছে,
কত মানুষের করুন মৃত্যু আমার চোখ দেখেছে।
আমি দেখেছি আর হেঁসেছি মৃত্যুর যন্ত্রণা।

নারীর ছিন্নবিচ্ছিন্ন শরীর পড়ে ছিল পায়ের নিচে,
মদের নেশায় দেহভোগে মত্ত ছিলাম সারা রাত্রি।
শিশুর করুন কান্নায় আমি হেঁসেছি,
জীবন ভিক্ষায় হাত পেতেছে পায়ে লুটি।
বুলেটের আঘাতে করেছি ছিন্ন-
নিথর দেহ লুটিয়ে পড়েছে পায়ে সারি।

অবাক দৃষ্টিতে তাকিয়ে রয় নির্বাক পৃথিবী,
ক্রন্দন করে পায়ে আমার লুটি।
অট্টহাসিতে ফেটে পড়ি আমি,
মৃত্যুর স্বাদ দিয়েছি সবাকে আমি।

চারপাশে শূন্যতা আজ-
একাকী নিরব পৃথিবী।
পিশাচরুপী হায়না আমি,
মৃত্যুপুরীর মৃত্যু আমি।

Comments

Popular Posts