ভিখারি

 আসছি দেখো,

 তোমার মাঝে।

 হারাই অরণ্যের জালে

 কাটাই নিঝুম রাত 

 ছন্নছাড়া জ্যোৎস্না রাতে।

বৃষ্টি ভেজা জ্যোৎস্নায়

ঝি ঝি শব্দে

চলো হারাই,

কোন মায়াবী নগরে।

ভাসছি দেখো,

নীল সমুদ্রের মাঝে

জল জল  চোখ ছলছল

আমি আছি।

কোথাও যেন খুঁজে পাই

তোমার গন্ধ,

আমি পাগল।

হারাই কি যেন কি?

কোথাও নেই কেউ।

দেখা হবে কি?

কোন এক সকালে।

নয়তো কোন এক বিকেলে।

কাটাবে কি সময়,

এই ব্যস্ত নগরে।

আমি কি আসবো,

তোমার নগররাজ্যে?

ছিন্নভিন্ন আমি,

চিনবে কি আমায়?

ময়লাযুক্ত আমি,

পথের ভিখারি। 


Comments

Popular Posts