বধু



ছলছল নয়নে গড়িয়ে পড়ছে জল
কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে সারা হল ঘর।
মুখ তার নিশ্চুপ-আঁখি তার কথা কয়,
কি বলে যে কি বলেছি,তা কি আমি জানি?
সাথী আমার করেছে অভিমান।

ক্ষমা চাই তার কাছে,ক্ষমা করো মোরে।
বলবোনা আর কখনো এমন কথাখানা।
যা ছিল ভুলগুলো,সবই ছিলো আমারী,
এবারে মাফ চাই, ক্ষমা করো আমারে।

কথা কও বধু,না হয় আজ আমার
কাটবে সারাদিন বিস্বাদ সময়টুকু।
এনে দিব সব,যা চাই তোমার
তবুও বলছি আমি কথা একটু বলো।

Comments

Popular Posts