বাবা




বাবা আসোনি তুমি ফিরে,
অপেক্ষায় ছিলাম সারা রাতটি ধরে।
দুচোখ আমার চেয়ে রয়,
বাবা নামের মানুষগুলোর প্রতি।
দিন কেটে যায় চোখের জলে,
কাঁদতে পারিনা অন্যের ভয়ে।
বসে বসে দিন পেরিয়ে মাস গেল
তুমি আসোনি ফিরে।
গভীর রাতে একলা আমি,
সাথে বন্ধু নিশ্চুপ তারাগুলো।
কেঁদেছি আমি মনের পাথর সরিয়ে
পুরাতন কাঁথাতে মাথাটি গুঁজে।

এসেছিলে যখন কেঁদেছিলাম তখন
মুখে হাঁসি দিয়ে।
ঝাপটে ধরিনি লোক লজ্জার ভয়ে।
বলতে চেয়েও বলতে পারিনি,
মনের অনেক কথা।
তাকিয়ে রয়েছি শুধু -
কেনো আসোনি প্রশ্ন মনে,
বলতে পারিনি কিছু।

Comments

Popular Posts