অসম প্রেমের কাব্য

অসম প্রেমের কাব্য
          শাকিল মাহমুদ


বয়স আমার বেশি নয়,অল্প দাঁড়ি খোঁচা খোঁচা।
তোমার প্রেমে পাগল হয়ে ঘুরছি তোমার পিছু পিছু।
রোজ থাকি দাঁড়িয়ে হাতে নিয়ে গোলাপ।
সহসা না পারি বলতে তোমায় ভালোবাসি।
তোমার মোহে তোমায় ভেবে রোজ রাতে কাব্য লিখি।

না পারি বলতে তোমায়,তবুও লিখি রোজ একটি চিঠি,
চিঠিটি পরে রয় বাম পকেটের ভাজে আলতো ভিজে।
অদ্ভুত কোন মায়ার টানে তোমার পিছু ছুটি,
না পারা কথা রোজ কাগজে লিখি।
রোজ বিকেলে তোমায় দেখি আর কষ্টের গান লিখি।

মধুর সানাইয়ের সুরে তোমার পালকী উঠলো,
আমিও পালকী করে কলেজে পা দিলাম।
মনের অচিন কথা না হলো কখনো বলা-
শুধু লেখা হলো অসম প্রেমের কাব্য। 

দোয়া করি পর বলে যদি কিছু থাকে তবে যেন,
এ অসম প্রেম যেন না হয় অপূর্ণ।
দেখা হবে আবার হয়তো কখনো,
ভালো থেকো বয়সে বড় সাথীবন্ধু।

©শাকিল

Comments

Popular Posts