বন্ধু?


বন্ধু


অনেক কিছুই মানুষ ভাবে বা স্বপ্ন দেখে,তার কিছু পূরণ হলেও অনেকটাই হয় না।
মানুষের চিন্তাদ্বারা কখনো কখনো ভিন্নরুপ নেয়।মানুষ কখন কি করবে বা ভাববে
 সে পূর্বে থেকে কিছুই জানে না।কালের আবর্তে মানুষের চিন্তা-চেতনা পরিবর্তন হয়।
মানুষের চিন্তা আসে মন থেকে,এ চিন্তা কখনো ভয়ংকর কখনো বা শান্ত-শিস্ঠ করে তোলে মানুষকে।আমরা আজকাল পত্রিকা খুললেই দেখতে পারি কমন একটি শব্দ"আত্মহত্যা"।
অনেকে এই বলে পৃষ্ঠা পালটায়"এ দেশের কি হলো?আবার অনেকে সম্পূর্ন খবরটা পড়ে
বলে"এদের মাথা ঠিক নাই,এদের বাবা-মা কেমন?কি সুন্দর একটা মেয়ে/ছেলে কেন করলো?
কিন্তু কেউ-ই বলে না,তারা কি রকম পরিস্থিতিতে পরে এ রকম কাজ করেছে।এই আত্মহত্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে কমার নাম মাত্র নেই।কেউ কি ভাবে কেন সে এ রকম হীন কাজ করলো?সে বিষয়টাকে বের করা,এটা কি তাদের দ্বায়িত্য নয়।একজন মানুষ কখন আত্মহত্যা করে জানেন?যখন তার দিক থেকে সকলেই মুখ ফিরিয়ে নেয়।সে যাদের আপনভাবে তারা যখন তাকে ধিক্কার দেয়, সে তখন একা হয়ে যায়।আর একা মনে চিন্তা
অনেক,একটা কথা আছে,"একাকিত্ত্ব মানুষকে শয়তান বানায়।প্রথমে একটা কথা বলেছিলাম,মানুষের সব স্বপ্ন পূরণ হয় না। যখন মানুষের স্বপ্ন ভাঙ্গে,তখন সে নিজেকে
একাকিত্ত্বের অন্তরালে নিয়ে যায়।তখন তার চিন্তাদ্বারা পরিবর্তন হয়,
(ঠিক সেই মুহূর্তে তার একজন ভাল বন্ধুর দরকার হয়,কিন্তু সে তা পায় না)ভয়ংকর রুপে।সে নিজেকে শেষ করতে   উরধত হয়,এক সময় সে নিজেকে শেষ করে।এ থেকে আমরা একটা কথাই শিখি,শত্রু নয় এ সমাজে বন্ধুর খুব অভাব।।

(আমি লিখতে জানি না, তাই আমার লেখায় অনেক ভুল।কিন্তু আমি যা জানাতে চেয়েছি সেটা নিশ্চই বুঝেছেন।)

Comments

Popular Posts