বুঝিনা


 বুঝিনা
   শাকিল মাহমুদ্


বুঝিনা ঐ চোঁখে কী জাদু,
বুঝিনা ঐ ঠোঁটে কী মায়া।
বুঝিনা ঐ চুলে কী খুসবু,
বুঝিনা ঐ চেহারায় কী?

বুঝিনা ঐ চোঁখের চাহনি কী বলে,
বুঝিনা ঐ ঠোঁটের মায়া কী বলে।
বুঝিনা ঐ চুলের খুসবু কী বলে,
বুঝিনা ঐ চেহারার রক্তীমতা কী বলে।

বুঝিনা ঐ অশ্রুভেজা চোঁখ,
বুঝিনা ঐ রক্তমাখা ঠোঁট।
বুঝিনা ঐ জলে ভেজা চুল,
বুঝিনা ঐ হাঁসি-খুসি চেহারা।

বুঝিনা ঐ তোমাকে আমি,
বুঝোনা এই আমাকে তুমি।
বুঝা-বুঝির খেলায়
আজ আমি এটাও বুঝিনা
যে আমি কী বুঝিনা।


Comments

Popular Posts