স্বপ্ন

পিচ ঢালা রাস্তার দিকে চেয়ে আছে ভাঙা চশমা পরিহিত বৃদ্ধ যুবক।বয়সে যুবক হলেও চোখে চশমা ও গাঁয়ের অদ্ভুত কাঠামো তাকে সত্তর বছরের বৃদ্ধ বানিয়েছে।সে অপেক্ষায় আছে হারিয়ে যাওয়া কিছু স্মৃতি আঁকড়ে ধরে রেখে।চোখভরা স্বপ্ন ছিলো কোন এক অতীত সকালে যা আজ দুঃস্বপ্ন হয়ে তারিয়ে বেড়ায় রোজ সকালে।তবুও সে স্বপ্ন দেখে আর নতুন করে আবার বাচঁতে চায়।
বহু দূর ছুটে বেড়িয়েছে একটু ভালোবাসার জন্য কিন্তু দিনশেষে ব্যর্থ হয়ে আবার ফিরে এসেছে একই রাস্তায়।চোখে অনেক স্বপ্ন বুকে অনেক ভালোবাসা নিয়ে এগিয়ে গেছে অনেক দূর আবার পা পিছলে ফিরে আসে স্ব স্থানে।
তবুও সে আশাহত না হয়ে এগিয়ে যায় যদি কোন রঙিন স্বপ্ন তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসে আর তার হাতটি আঁকড়ে ধরে বলে,"আমি আছি ঠিক তোমার পিছনে।"এই ছোট্ট একটি কথা শোনার জন্য সে কত ব্যাকুল,তার স্বপ্নগুলো কি স্বপ্নেই হারিয়ে যাবে নাকি সে পারবে ঐ স্বপ্নের জগৎ পাড়ি দিয়ে বাস্তবে স্বপ্নগুলো পূরণ করতে।না হয় পাগল হয়ে ছুটে বেড়াবে দিক দিগন্তে স্বপ্নগুলো দূর ছাঁই।

Comments

Popular Posts