সাকি (সম্পূর্ণ)
সাকি"পর্ব ০১" স্যার আপনার সাথে দেখা করতে একটা ছেলে এসেছে। নাম কি? সাকি। সাকি!এ নামে আমি কাউকে চিনিনা। কি বলেন;সে তো বললো,সে আপনার অনেক কাছের মানুষ। তাই,কিন্তু... ও সে বলেছে,সে আপনার শ্যালক। শ্যালক!আমারতো শ্যালক একজন-ই শাকিল। শাকিল-সাকি,I see আচ্ছা বসতে বলো। তাহলে আমার অনুমানই সত্যি হলো।তা তুমি কবে থেকে শাকিল থেকে সাকি হলে? যখন থেকে আমি হিমু প্রেমে আবদ্ধ হলাম। এই হিমুটা কে? একজন মানুষ। তা তো বুঝলাম,সে কি মেয়ে না ছেলে? ছেলে। কি তুই একটা ছেলের প্রে.. না.না তুমি যা বুঝছো তা নয়। তাহলে? তুমি হুমায়ুন স্যারের হিমু উপন্যাসের নাম শুনোনি? ও ঐ হিমু।তা হিমুর ভূত কবে থেকে মাথায় ঢুকলো? তুমি ভূত বলছো কেনো? কেননা হুমায়ুন স্যার মারা গেছে তারমানে হিমু আর আসবে না নতুন কোনো উপন্যাসে। ও তাই। হুম,তা তুমি আমার কাছে কি চাও? চাকরি। তোমার তো এখন পর্যন্ত লেখাপড়াই শেষ হয়নি।তোমাকে কে চাকরি দেবে? কেনো আপনি। No Never. তাহলে তো আর কিছু করার নেই। তা হিমুর মতো হতে চাচ্ছো নাকি? না। তবে যে বললে তুমি হিমুর প্রেমে পড়েছো। হ্যাঁ। তাহলে তার মতো হবে না? না। তবে প্রেমে পড়ে লাভ কি,যদি তার মতো না-ই হও।...